জ্বালানির উচ্চমূল্য মোকাবেলায় ৬৫ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা জার্মানির

|

ছবি: সংগৃহীত

জ্বালানির উচ্চমূল্য মোকাবেলায় ৬৫ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করলো জার্মানি। রোববার চ্যান্সেলর ওলাফ শলৎজ তুলে ধরেন নানা পদক্ষেপ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তিনি জানান, দেশের নাগরিক এবং বাণিজ্যিক খাতকে স্বস্তি দিতেই জরুরি তহবিল গঠন হবে। কঠিন শীত মৌসুম পার করতে যাচ্ছে ইউরোপ। তিনি অভিযোগ করেন- রাশিয়া আর বিশ্বাসযোগ্য ব্যবসায়িক পার্টনার নেই; তাই জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে।

নতুন পরিকল্পনা অনুসারে- নিয়মিত ট্যাক্স প্রদানকারীরা পাবেন ৩০০ ডলারের জ্বালানি ভাতা। তাছাড়া পরিবারের প্রত্যেক শিশুর জন্য এককালীন ১০০ ডলার বোনাস দিবে সরকার। এছাড়াও আগামী কয়েক বছর পুরানো ঘরবাড়ি সংস্কারে ১৩ বিলিয়ন ডলার তহবিল রেখেছে জার্মান প্রশাসন।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউরোপকে চাপে রাখতে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। গেল শুক্রবারও বন্ধ করে নর্ড স্ট্রিম- ওয়ানের গ্যাস পাইপলাইন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply