মধ্যপ্রদেশে শিশু ও নারী খাদ্য প্রকল্পে দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে ভারতে। বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার পরিচালিতি এই প্রকল্পে প্রায় ১১০ কোটি রুপির তহবিলে নয়ছয়ের প্রমাণ পেয়েছে ভারতীয় অডিট বিভাগ।
টেক হোম রেশন নামের এই প্রকল্পের দায়িত্বে ছিলেন স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও নিম্নবিত্ত নারী এবং শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) মধ্যপ্রদেশ অ্যাকাউন্ট্যান্ট জেনারেল বিভাগ ৩৬ পাতার একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে তুলে ধরা হয় দুর্নীতির এসব খতিয়ান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, প্রকল্পের আওতায় বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতি করা হয়।
তালিকায় ট্রাক কেনার জন্য খরচ দেখানো হলেও সেই অর্থ দিয়ে কেনা হয়েছে মোটরসাইকেল এবং অটোরিকশা। এছাড়াও চুলাসহ বিভিন্ন তৈজসপত্র কেনার ক্ষেত্রেও দেখানো হয়েছে অতিরিক্ত দাম।
/এডব্লিউ
Leave a reply