ইলিশ শিকারের মৌসুম শেষ দিকে বরগুনায় মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েছে যোগান। তাই দক্ষিণের বাজারে দাম কমেছে ইলিশ মাছের। আকারভেদে মনপ্রতি কমেছে ৬ থেকে ১০ হাজার টাকা। তাই ক্রেতাদের হাঁকাডাকও বেড়েছে।
এক কেজির নিচে নদীর ইলিশ মিলছে সর্বোচ্চ ১২শ টাকায়। অবশ্য ইলিশ সাগরের হলে দাম কমে দাঁড়াচ্ছে ৮শ টাকায়। একইভাবে দেড় কেজির নিচের ইলিশ মিলছে ১১শ থেকে ১৪শ টাকায়। দেড় কেজির ওপর ওজন হলে পাইকারিতে প্রতিকেজি ইলিশের জন্য গুনতে হচ্ছে ১৬শ টাকা।
লঘুচাপের প্রভাবে বৃষ্টির পর থেকেই জালে ধরা দিচ্ছে রূপালি ইলিশ। বরগুনার পাথরঘাটায় মৎস্য অবতরণ কেন্দ্রেও তাই বেড়েছে সরবরাহ। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে আকার ও মানভেদে কিছুটা কমেছে দাম।
পাইকাররা বলছেন, যোগান সন্তোষজনক, বড় ইলিশও ধরা পড়ছে যথেষ্ট। আর ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে মাছ ধরার খরচ। তাই খুব বেশি কমছে না ইলিশের দাম। দাম সন্তোষজনক নয় বলছেন ক্রেতারাও। তাদেরও ধারণা, বাজারে অন্যান্য দ্রব্যমূল্যের দাম বাড়ায় কোনো কিছুর দামই আর সন্তোষজনকত পর্যায়ে নামছে না।
/এডব্লিউ
Leave a reply