লাটভিয়ায় ব্যক্তিগত বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে ধোঁয়াশা কাটছেই না

|

লাটভিয়ার সমুদ্রসীমায় ব্যক্তিগত বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে কাটছে না ধোঁয়াশা। রোববার (৪ সেপ্টেম্বর) সুইডেনের উদ্ধারকারী দল নিশ্চিত করে দুর্ঘটনার খবর। তবে কোনো মরদেহ পায়নি তারা।

স্পেন থেকে যাত্রা শুরু করে জার্মানির কোলোনে যাচ্ছিল বিমানটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী পাইলট, স্বামী-স্ত্রী ও তাদের মেয়ে ছিল বিমানটিতে। সন্দেহজনক আচরণ করায় ন্যাটোর বিমান ধাওয়ার শিকার হয় তারা। কোলনে যাবার কথা হলেও যাত্রাপথে প্যারিসের দিকে যাওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি।

সুইডিশ উদ্ধারকারীরা জানান, জ্বালানি শেষ হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় লাটভিয়া, সুইডেন, লিথুনিয়া ও ন্যাটোর উদ্ধারকারী দল। তবে সেখানে কোনো মৃতদেহের সন্ধান পায়নি কেউই।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply