অর্থনৈতিক দুরাবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে তুরস্কে আফগান শরণার্থীদের ভবিষ্যৎ

|

আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর পেরিয়েছে বছর। অস্থিতিশীল পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন মুহাম্মদ সুয়াইপ নবী নামের এক ব্যক্তি। ইরান হয়ে পরে পাড়ি জমান তুরস্কে। তবে অর্থনৈতিক অস্থিতিশীলতায় সেখানেও অনিশ্চিত হয়ে পড়েছে তার জীবন। খবর ওয়াশিংটন পোস্টের।

মুহাম্মদের মতো এমন অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তুরস্কে আশ্রয় নেয়া আফগান শরণার্থীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি, কাজের অভাব সব মিলিয়ে বিপর্যস্ত তাদের জীবন। যেন দূর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না আফগানদের।

সামাজিকভাবেও মুখোমুখি হচ্ছেন নানা প্রতিকূলতার। এমন পরিস্থিতিতে অনেকেই বাধ্য হয়ে তুরস্ক ছেড়ে অন্য দেশে পাড়ি জমানোর কথা ভাবছেন তারা।

দেশটিতে এাক আফগান শরণার্থী বলেন, এখানে সবচেয়ে কঠিন কাজ হলো একটা চাকরি যোগাড় করা। অর্থনৈতিকভাবে এখানে টিকে থাকাটা অত্যন্ত কষ্টকর। বাসা ভাড়া অতিরিক্ত, খাবারের দামও অনেক বেশি। সব মিলিয়ে সামাল দিয়ে ওঠতে পারছি না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply