মহরতেই একের পর এক চমক দেখালো অনন্ত-বর্ষার ‘কিল হিম’

|

কিছুদিন আগেই মুক্তি পেলো অনন্ত-বর্ষা অভিনীত ‘দিন দ্যা ডে’। এর রেশ কাটতে না কাটতেই চমক দেখালেন অনন্ত-বর্ষার জুটি। প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করছেন তারা। সিনেমার নাম ‘কিল হিম’।

‘সুনান মুভিজ’র ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন এম ডি ইকবাল। নির্মাতাদের দাবি, অ্যাকশনধর্মী সিনেমা ‘কিল হিম’-এ থাকছে একের পর এক চমক। শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে এফডিসিতে আয়োজিত জমকালো মহরতেও তার কিছু নমুনা দেখা গেল।

২০০৮ সাল থেকে নিজস্ব প্রযোজনার সিনেমা করে আসছেন অনন্ত-বর্ষা। এবারে নিজেদের প্রযোজনার বাইরে গিয়ে কাজ করাকেই বড় চমক হিসেবে বলছেন ছবির নির্মাতারা।

জানা গেছে, ‘কিল হিম’ সিনেমাটির জন্য অনন্ত পারিশ্রমিক হিসেবে নেবেন ৪০ ও বর্ষা নেবেন ১০ লাখ টাকা। এ সময় মহরতে সাইনিং মানি হিসেবে অনন্তের হাতে তুলে দেয়া হয় ২০ লাখ টাকার চেক ও বর্ষা পান ৬ লাখ টাকার চেক।

অনন্ত জলিল বলেন, আমি যখন এই ছবিটির অফার পেলাম, তখন ইকবাল ভাইকে বললাম, প্রথমবারের মতো নিজেদের প্রডাকশনের বাইরে কাজ করছি, তাই মহরতটা একটু ঝাকানাকা টাইপের হলে সবাই জানবে অনন্ত-বর্ষা নিজেদের প্রোডাকশনের বাইরে সিনেমা করছে।

তখন ইকবাল ভাই বললেন, এফডিসিতে ১৮টি সংগঠন রয়েছে। তাদের দাওয়াত দিলে এমনিতেই পাঁচ-ছয়শ লোক হবে। এছাড়া আপনাদের রিসিভ করতে চারশ বাইক নেব। তখন আমি বললাম, এতো বেশি আবার করবেন না। যাই হোক, আমি এই আয়োজনে খুশি।

এ সময় বর্ষা বলেন, প্রথমবারের মতো নিজেদের প্রডাকশনের বাইরে কাজ করছি। আপনারা পাশে থাকবেন।

অনন্তের সিনেমায় আরও অভিনয় করছেন, মিশা সওদাগর ও অভিনেতা রুবেল। এর আগে অনন্ত জলিলের সিনেমায় মিশা থাকলেও রুবেল অভিনয়ে বেশ অনিয়মিত। তাই রুবেলকেও কেউ কেউ চমক হিসেবেই দেখছেন।

এছাড়াও, কিল হিম-এ থাকছেন ভারতের দুই শিল্পী। খল চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেতা রাহুল দেবকে। সাথে আছেন কলকাতার অভিনেত্রী অ্যামি রায়। সিনেমার শ্যুটিং শুরু হবে অক্টোবর মাসে। চিত্র ধারণ করা হবে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply