রাঙ্গামাটি শহরে ৩২ ঘণ্টার হরতাল চলছে, সকাল থেকে চলছে না বাস, খুলছে না দোকানপাট

|

ভূমি কমিশনের বৈঠক বাতিলসহ ৭ দফা দাবিতে রাঙ্গামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকে ৩২ ঘণ্টার হরতাল চলছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় শুরু হয়ে এ হরতাল চলবে বুধবার বেলা ২টা পর্যন্ত।

হরতালে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহনও কম চলাচল করতে দেখা গেছে। হরতালের সমর্থনে শহরে মিছিল ও পিকেটিং করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

আগামীকাল ৭ সেপ্টেম্বর রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের সভা আহ্বান করা হয়েছে। ওই সভা প্রতিহত করতে এবং এ কমিশন আইন বাতিলসহ অন্যান্য দাবিদাওয়া আদায়ের জন্যই সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply