ইউক্রেনে রুশ হামলার শিকার রেডক্রসের কার্যালয়

|

ইউক্রেনে আবারও হামলার শিকার হলো স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রসের কার্যালয়। গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) সংস্থাটির কার্যালয়ে স্লোভিয়ানস্কে রকেট আঘাত হানে। খবর এপির।

হামলার জন্য রুশ বাহিনীকে দায়ী করছে রেড ক্রস। হামলায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলা হলো অঞ্চলটিতে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও কয়েকটি ভবন। এক বিবৃতিতে রেড ক্রসের জরুরি বিভাগের প্রধান দাবি করেন, জাতিসংঘের নীতি ভঙ্গ করছে রাশিয়া। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও করেন।

এদিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দোনেৎস্কের ১১ শহর ও গ্রামে গোলা ছুড়েছে রুশ বাহিনী। নিহত কমপক্ষে ৩ জন। বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply