মেক্সিকোতে ঝড় ‘কে’র তাণ্ডবে নিহত ৩

|

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ঝড় ‘কে’র তাণ্ডবে মারা গেল তিনজন ব্যক্তি। ভারী বৃষ্টিপাতের ফলে বন্যায় বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা। খবর রয়টার্সের।

গুয়েরো সিভিল সংরক্ষণ কর্তৃপক্ষ জানায়, বন্যার পানিতে ভেসে মারা গেছে একজন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক। মুষলধারে হওয়া ঝড়-বৃষ্টিতে ‘নুয়েভো লিওন’ রাজ্যের বেশ কয়েকটি শহর বিপদের মুখে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা, বাড়িঘর; কিছু কিছু এলাকায় চলছে না যানবাহন। গেল মাসগুলিতে রাজ্যটি গুরুতর খরার মুখোমুখি হয়েছিল।

মেক্সিকোর আবহাওয়া অধিদফতর বলছে, ঝড় ‘কে’ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর প্রসারিত হবে। শুক্রবার থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি এক সপ্তাহ চলতে পারে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply