বায়োটেকের নাকে দেয়ার ভ্যাকসিন অনুমোদন দিলো ভারত

|

ছবি: সংগৃহীত।

বায়োটেকের নাকে নেয়ার করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ভারত। জরুরি পরিস্থিতিতে দেশটির প্রাপ্তবয়স্কদের এই ভ্যাকসিন দেয়া যাবে। বিষয়টি নিশ্চিত করে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ভারতের লড়াই ভিন্ন উচ্চতায় পৌঁছে দেবে। খবর এনডিটিভির।

এর আগে, গত ফেব্রুয়ারিতে মুম্বাইভিত্তিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্লেনমার্ক এই নাসাল ভ্যাকসিন বাজারে আনে। এবারে সেই ভ্যাকসিন প্রাপ্ত বয়স্কদের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিএ)। এর আওতায় এবার বায়োটেকের এই ভ্যাকসিন উৎপাদন এবং বাজারজাতকরণের অনুমতি পেলো গ্লেনমার্ক।

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জনের। এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply