বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামের বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

|

বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচি অনুযায়ী সফরের তৃতীয় দিনে তিনি দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি। সাক্ষাতে দুই দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

সফরের কর্মসূচি হিসেবে বুধবার বিকেলে মুজিব স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ এবং যুদ্ধাহত ভারতীয় সৈনিকদের পরিবারের সদস্যদেরকে এ স্কলারশিপ দেয়া হবে।

গতকাল মঙ্গলবার ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ-ভারতের মধ্যে ৭ টি সমঝোতা স্মারক সই হয়। সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply