চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি ইন্টার-বায়ার্ন, বার্সা-প্ল’জেন ও লিভারপুল-নাপোলি

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। গ্রুপের আরেক ম্যাচে বার্সেলোনা ক্যাম্প ন্যুতে আতিথ্য দেবে ভিক্টোরিয়া প্ল’জেনকে। ‘এ’ গ্রুপের বড় ম্যাচে মাঠে নামবে লিভারপুল; তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি। সবগুলো ম্যাচই শুরু হবে রাত ১টায়।

গ্রুপ অব ডেথের তকমা পেয়েছে গ্রুপ ‘সি’। সেখানেই রাতে অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান মহারণ। এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে বায়ার্ন। বাভারিয়ানদের হাই প্রেসিং, কাউন্টার অ্যাটাক আর লং পাস কাল হতে পারে ইতালিয়ান জায়ান্টদের জন্য। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন-ইন্টারের সবশেষ ৫ ম্যাচে সমান দুটি করে জয় পেয়েছে দুই দল।

ছবি: সংগৃহীত

গ্রুপ ‘এ’র ম্যাচে নাপোলির চেয়ে লিভারপুলের বড় প্রতিপক্ষ ইনজুরি। পুরনো চোটে মাঠের বাইরে নাবি কেইটা, অ্যালেক্স অক্সলেড চেম্বারলিন, জর্ডান হেন্ডারসন, থিয়াগো আলকান্ত্রা। সেই সাথে নতুন করে ইনজুরিতে পড়েছেন নতুন মিডফিল্ডার ফ্যাবিও কারভালিও। নাপোলি ম্যাচে আজ রাতে অভিষেক হতে পারে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোর। এই ম্যাচে অলরেডরা ফেভারিট হলেও ২০১৯-২০ মৌসুমে গ্রুপ পর্বে জয় পেয়েছিল নাপোলি।

ছবি: সংগৃহীত

অন্যদিকে, গ্রুপ অব ডেথের আরেক লড়াইয়ে ভিক্টোরিয়া প্ল’জেনের বিপক্ষে নামবে বার্সেলোনা। ইন্টার ও বায়ার্নের উপস্থিতিতে এই গ্রুপ থেকে উত্তরণের জন্য তাই এই ম্যাচকেও গুরুত্বের সাথেই নিতে হচ্ছে জাভির দলকে। এক মৌসুম ইউরোপা লিগে খেলার পর আবার চ্যাম্পিয়নস লিগে ফিরে এসে জাভির বার্সেলোনা নিশ্চয়ই চাইবে না গ্রুপ পর্ব থেকেই বিদায় হতে।

আরও পড়ুন: হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু চেলসির, জয় পেয়েছে পিএসজি-ম্যানসিটি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply