‘গুডবাই’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো স্ক্রিনশেয়ার করতে যাচ্ছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং রাশ্মিকা মান্দানা ৷ মঙ্গলবার মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেলার। এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষিক্ত হতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। এর আগে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় তার অভিনয় মন ছুঁয়ে গেছে সিনেমাপ্রেমীদের। এবার বলিউড পরীক্ষায় কতোটা উতরাতে পারবে রাশ্মিকা?
‘গুড বাই’ এর বাংলা অর্থ চির বিদায়। সিনেমাটি মূলত আত্মবিশ্লেষণের। প্রত্যেক পরিস্থিতিতে পরিবার ও উদযাপনের প্রয়োজনীয়তা বলতে যাচ্ছে এ সিনেমা।
এক বাবা-মা এবং তাদের সন্তানদের নিয়ে গড়ে উঠেছে ভাল্লা পরিবারের এ কাহিনি। মায়ের মৃত্যুর পর কীভাবে বদলে যায় সন্তানদের জীবন, সেটিই দেখানো হবে এ সিনেমায়। পুরোনো প্রথা এবং আধুনিকতার দ্বন্দ্ব ফুটে উঠেছে সিনেমার ট্রেলারে। যেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্ত এবং বাবার চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। ছোট ছোট বিষয় নিয়ে বাবা মার সঙ্গে মতভেদ থেকে শুরু করে অন্যান্য বাস্তব সমস্যা উঠে এসেছে ট্রেলারে।
সম্পর্কের টানাপোড়েন, অনুভূতির ওভারডোজ, পুরো ট্রেলার জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন সূক্ষ্ম অনুভূতি। এ ধরনের চিত্রনাট্য হয়তো আগেও হয়েছে বলিউডে। তবে যেভাবে পরিচালক বিকাশ ভেল এ সিনেমায় তা দেখিয়েছেন, ছিমছাম হলেও হৃদয়গ্রাহী বলেই মনে করছেন দর্শকরা।
ট্রেলারে অমিতাভ-রশ্মিকার রসায়ন যেনো মনে করিয়ে দেয় পিকু সিনেমার দীপিকা ও অমিতাভের কথা। বলিউডের অস্থির সময়ে যখন চারিদিকে চলছে বয়কট ট্রেন্ড তখন এ সিনেমা যে খানিক মুক্ত হাওয়া, তা বলছেন খোদ সিনে-প্রেমীরাই। তাদের মতে, ‘জোর করে কাঁদানো নয়, কমিক রিলিফের মাধ্যমে এ ট্রেলার কোথায় গিয়ে যেনো জীবনের পাঠ পড়িয়ে যায়। সম্পর্ককে আরও মজবুত করতে শেখায়। একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স থেকে সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর।
এদিকে, দক্ষিণের সিনেমায় সফল্যের পর রশ্মিকা এবার পা রাখছেন বলিউডেও। খুব শিগগিরই অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সাথে ‘মিশন মজনু’তেও দেখা যাবে তাকে। পুষ্পা টু’র শুটিংও শুরু করেছেন রাশ্মিকা। এ মুহুর্তে, ভক্তরা গুডবাই-এ দেখে উচ্ছ্বসিত। প্রথম সিনেমাতেই মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ারিং, রাশ্মিকার ক্যারিয়ারে কি যোগ করতে চলেছে সবচেয়ে বড় প্রাপ্তি?
/এসএইচ
Leave a reply