সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না। এর আগে ২০০৮ এবং ২০১৬ সালে তিনি প্রেসিডেন্ট পদে লড়াই করে হেরে যান।
সিবিএস নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে হিলারি বলেন, তিনি আর প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন না।
তিনি বলেন, আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি আমাদের গণতন্ত্র এবং আইনের শাসনকে সম্মান করেন এবং আমাদের দেশকে সমুন্নত রেখেছেন।
এরপরেই তাকে জিজ্ঞেস করা হয় যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনে লড়াই করলে কেমন হবে? এর জবাবে তিনি বলেন, ট্রাম্প এই পদের জন্য আর ফিট নন। তিনি আবারও লড়াই করলে হয়তো হেরে যাবেন।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি এবং ট্রাম্পের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ওই নির্বাচনে শেষ হাসি হেসেছিলেন ট্রাম্প এবং হিলারি পরাজিত হন। এদিকে ২০২৪ সালের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
/এনএএস
Leave a reply