আর মাত্র একদিনের অপেক্ষা। ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটি এতো বেশি আলোচনায় আসার প্রধান কারণ হলো- সিনেমার বাজেট এবং সিনেমার ভিজুয়্যাল ইফেক্টস কাজ।
ভিএফএক্স নিয়ে সবসময়ই সিনেমাপ্রেমীদের আগ্রহ অনেক বেশি। হলিউড সিনেমাগুলোতে এর প্রভাব দেখা দিলেও ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে কিন্তু ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহার তেমন লক্ষ্য করা যায় না। কিছু সিনেমাতে খানিকটা তার ছাপ পাওয়া যায়। যেমন, এস এস রাজামৌলী তার বাহুবালী, আরআরআর সিনেমাতে দেখিয়েছেন ভিজ্যুয়াল ইফেক্ট এর চমক। কিন্তু বাহুবালী সিনেমা সিনে সমালোচকদের নজর কাড়লেও আরআরআর কিন্তু তাদের হতাশ করেছে।
তবে এবার সিনে সমালোচকদের মন ভালো করতে অয়ন মুখারজির ব্রক্ষ্মাস্ত্র আসছে নতুন চমক নিয়ে। ব্রক্ষ্মাস্ত্র সিনেমা নিয়ে দর্শক মহলে আগ্রহ তৈরি হয়েছে বহুদিন ধরে। সিনেমার কাস্ট সিলেকশন থেকে শুরু করে শ্যুটিংয়ের সব খবরই রাখছে এখন ভক্তরা। ট্রেলার প্রকাশ্যের পর থেকেই সবচেয়ে বেশি যা দর্শকদের নজর কেড়েছে তা হলো সিনেমার গ্রাফিক্স। হিন্দি সিনেমাতে এমন অত্যাশ্চর্য ভিজুয়াল হয়তো এই প্রথমবারের মতো দেখতে যাচ্ছে দর্শক।
আর এ সিনেমার ভিএফএক্স করেছে এমন একটি সংস্থা যারা হলিউড অস্কারজয়ী সিনেমা ডুন- এর ভিজুয়াল তৈরিতে যুক্ত ছিল। এমনকি এ বছর অস্কারে সেরা ভিজুয়াল ইফেক্টের জন্য পুরষ্কার পান ডিএনইজি নামক একটি সংস্থার সিইও নমিত মালহোত্রা। তার সংস্থাইয়ই তৈরি হয়েছে ব্রক্ষ্মাস্ত্র সিনেমার ভিএফএক্স।
আন্ধেরির ছোট একটি গ্যারাজ ঘরে বসে ভিএফএক্স এর কাজ শুরু করেছিলেন নমিত। আজ বিশ্বজোড়া নাম তার। নমিত মালহোত্রার দাদু এমএন মালহোত্রা ছিলেন সিনেমাটোগ্রাফার। আর বাবা নরেশ মালহোত্রা ছিলেন প্রযোজক। ফিল্মি পরিবারে ছেলে নমিত বহুদিন ধরেই সিনেমার ভিজুয়াল নিয়ে কাজ করছেন।
এ সিনেমার জন্য পাঁচ মাস নিয়েছিল নমিতের টিম। ২৫০ জন এ সিনেমার VFX এর জন্য কাজ করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিএনইজি-এর সিইও নমিত মালহোত্রা বলেন, আমার ব্যক্তিগত আবেগ ছিল যে আমরা বিশ্বের সেরা যা কিছু ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের কাছে নিয়ে আসতে পারি। ব্রহ্মাস্ত্র তারই উদাহরণ। আমরা ২০ বছরে ৭টি অস্কার জিতেছি। আমি গর্ব করে বলতে পারি যে আজ আমরা যে সমস্ত হলিউড চলচ্চিত্রে কাজ করেছি তার সমকক্ষে ব্রহ্মাস্ত্র দাঁড়িয়ে আছে’।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত তারকাবহুল এ সিনেমার অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনা, অমিতাভ বচ্চন, শাখরুখ খান ও মৌনি রায় এর মতো তারকারা। চলচ্চিত্র বিশ্লেষকদের দাবি, প্রথম দিনে শুধুমাত্র জয়েন্ট মাল্টিপ্লেক্স চেইনগুলি থেকে ২০ কোটি টাকা আয় করতে পারে এই সিনেমা। তবে দেখা যাক ‘বয়কট’ ট্রেন্ডের ভিড়ে কতটা ভালো ব্যবসা করতে সক্ষম হয় ব্রক্ষ্মাস্ত্র।
/এসএইচ
Leave a reply