বাগেরহাটে হেরোইন বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

|

প্রতীকী ছবি

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে হেরোইন সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তপন রায় আসামি শেখ মনিরুল ইসলাম (৫২) উপস্থিতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। এ সময় আসামিকে আরও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসাথে এই মামলার অন্য আসামি মো. লিটু ওরফে লিটু পাইককে বেকসুর খালাস প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত শেখ মনিরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া হুলারপাড় এলাকার মৃত শেখ নুর মোহাম্মাদের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর জোড়াকবর স্থান সংলগ্ন মহাসড়কের পাশ থেকে শেখ মনিরুল ইসলাম ও মো. লিটুকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় শেখ মনিরুল ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।

পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে দুইজনকে আসামি করে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের পরে বুধবার আদালত শেখ মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. লিটুকে বেকসুর খালাস প্রদান করেন।

এই মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌশলী শরতচন্দ্র মজুমদার। আসামি পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড. মো. মিজানুর রহমান খোকন ও দেবদাস রানা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply