বাগেরহাট প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনের ডুমুরিয়া এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় বনকর্মীরা বিষের বোতলসহ তিনজনকে আটক করেছে। এ সময় মাছধরার কাজে ব্যাবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে।
আটকৃতরা হচ্ছেন, শাহজালাল খা (২৮), নিরু হাওলাদার (৩৫) ও আরিফ হাওলাদার (২০)। তাদের বাড়ি মঠবাড়ীয়ার ভাইজোড়া গ্রামে। এ সময় বনরক্ষীরা একটি ট্রলার ও তিন বোতল কীটনাশক জব্দ করেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডুমুরিয়া ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুন্দরবনের মান্দারগাছিয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে এগিয়ে গিয়ে তিন ব্যক্তিকে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। তাদের বিরুদ্ধে বনমামলা দিয়ে আদালতে চালান করা হবে বলে জানান ডিএফও।
আরও পড়ুন: ‘বিল কম দেয়ায় আটকে রাখা হয়’ যমজ নবজাতককে, হাসপাতালেই মৃত্যু
জেডআই/
Leave a reply