আলবেনিয়া ছাড়লেন ইরানের কূটনীতিকরা; পুড়িয়ে ফেলা হয়েছে সকল নথি

|

আলবেনিয়া ছেড়েছেন ইরানের সকল কূটনীতিক। চলে যাওয়ার আগে সকল নথিপত্র পুড়িয়ে ফেলেন তারা। সাইবার হামলার অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল আলবেনিয়া। গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) এই ঘোষণা দেয়ার পর ইরানি কূটনীতিক এবং দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোরে আলবেনিয়া ছেড়েছেন ইরানের কূটনীতিকরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত গত জুলাইয়ে আলবেনিয়ায় এক সাইবার হামলার ঘটনা ঘটে। দীর্ঘ তদন্তে সেই হামলার সঙ্গে ইরান জড়িত বলে প্রমাণ পায় আলবেনিয়া কর্তৃপক্ষ। এরপরই বুধবার ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় পূর্ব ইউরোপের এই দেশটি।

আলবেনিয়ার ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনও জুলাইয়ের সেই সাইবার হামলার জন্য ইরানকে দোষারোপ করে এবং প্রতিশ্রুতি দেয় যে, মার্কিন মিত্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন কর্মকাণ্ডের জন্য ইরানকে জবাবদিহি করতে আরও পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এই পদক্ষেপের জন্য আলবেনিয়ার দাবি ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে তেহরান।

২০১৪ সাল থেকে আলবেনিয়া ও ইরানের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছিল। সেসময় পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরান নামে নির্বাসিত একটি বিরোধী দলের প্রায় ৩ হাজার সদস্যকে আলবেনিয়া আশ্রয় দিলে এই উত্তেজনা দেখা দেয়। ইরানি এই দলটির ফার্সি নাম মুজাহিদিন-ই-খালক।

আলবেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইরানি দূতাবাসটি মাত্র ২০০ মিটার (গজ) দূরে অবস্থিত। ইরানি কূটনীতিকরা সেখান থেকে চলে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে দূতাবাস ও আশপাশের এলাকা ছিল শান্ত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply