রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

|

এই মুহূর্তে বালমোরাল ক্যাসলে অবস্থান করছেন রানি এলিজাবেথ, তাকে দেখতে স্কটল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা।

শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন তার চিকিৎসকরা। জানা গেছে, চিকিৎসকদের নিবীড় তত্ত্বাবধানে রাখা হয়েছে রানি এলিজাবেথ (৯৬) কে। রানির চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহ্যাম প্যালেস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে অবস্থানরত রানি এলিজাবেথের শারীরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আগামী কিছুদিন তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে বলে জানানো হয়েছে।

তার স্বাস্থ্যের অবনতির বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ইতোমধ্যেই তার বড় ছেলে চার্লস দ্য প্রিন্স অব ওয়েলস ও তার স্ত্রী ডাচেজ অব কর্নওয়াল ক্যামিলা বালমোরাল ক্যাসলে পৌঁছেছেন। রানির নাতি দ্য ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়ামও বালমোরাল ক্যাসলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের টুইট।

রানির স্বাস্থ্য বিষয়ক খবর জানার পর যুক্তরাজ্যের নবনিযুক্তপ্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, বাকিংহ্যাম প্যালেস থেকে আজ দুপুরে প্রকাশিত খবরটি সমগ্র দেশের জন্য উদ্বেগের। আমি ও সব ব্রিটিশ নাগরিক আজ রানি ও তার পরিবারের সদস্যদের পাশে আছি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই বালমোরাল ক্যাসলেই লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রানি এলিজাবেথ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply