সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাটিখোড়া গ্রামে বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ নিহত ১০ কৃষকের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় স্তব্ধ গোটা গ্রাম।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠে কর্মরত ১৩ জন মাঠের মধ্যেই অবস্থিত একটি শ্যালোমেশিনের ঘরে গিয়ে অবস্থান নেন। এসময় ওই ঘরের ওপরই একের পর এক বজ্রপাত হয়।
এ সময় হঠাৎ তাদের চিৎকার শুনে ও মেশিনঘরে ধোঁয়া দেখে গ্রামবাসী ছুটে গিয়ে দেখে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন। বাকিরা ছিটকে পড়ে আছে এদিকে ওদিকে। এমন অবস্থায় গ্রামবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও ২ জন, পরে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান আরও ৩জন। আহত বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
এসজেড/
Leave a reply