পাবনা প্রতিনিধি:
পাবনায় ভুয়া গোয়েন্দা পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের সাথে জড়িত ৬ প্রতারককে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোকার ও ডিবি পুলিশের পোশাকসহ পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ডিবি কার্যালয়ে সংবাদ সন্মেলনে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে পাবনার কাশিনাথপুর এলাকার জনতা ব্যাংক থেকে এক ব্যক্তি ৮ লাখ টাকা তুলে ভ্যানযোগে আমিনপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোকার ভ্যানের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকাসহ ওই ব্যক্তিকে অপহরণ করে। এক পর্যায় টাকা নিয়ে নির্জন স্থানে ওই ব্যক্তিকে ফেলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের হলে পাবনা ডিবি পুলিশের দল গত কয়েক দিনে ভোলা জেলার চরফ্যাশন, গাজীপুর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলেও জানিয়েছে পুলিশ।
এসজেড/
Leave a reply