রাজধানীর দক্ষিণখানে নির্মাণাধীন ভবনে মিললো এডিস মশার লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

|

এডিস মশা নিয়ন্ত্রণ অভিযান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র আতিক।

রাজধানীর দক্ষিণখানে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে উত্তর সিটি করপোরেশন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উত্তরা ও নিকুঞ্জে সিটি মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয় এডিস মশা নিয়ন্ত্রণে অভিযান। এ সময় নির্মাণাধীন একটি ভবনের নির্মার্তা প্রতিষ্ঠান সরকার ডেভলপার্স কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নয়ন।

পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র আতিকুল ইসলাম বলেন, রোববার (১১ সেপ্টেম্বর) থেকে জোন ভিত্তিক ১০টি অঞ্চলে অভিযান চালাবেন ডিএনসিসির ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারো বাসায় বা আঙ্গিনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

পরে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ ও মাইকিং করেন করেন মেয়র ও স্থানীয় কাউন্সিলররা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply