বৈশ্বিক প্রেক্ষাপটে কমে যেতে পারে পোশাক রফতানি, আশঙ্কা বিজিএমইএ সভাপতির

|

বৈশ্বিক প্রেক্ষাপটে পোশাক রফতানি কমে যেতে পারে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিজিএমইএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বলেন, রফতানির বড়বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাবে গেল দুই মাসে রফতানি কমেছে ২০ থেকে ৩০ শতাংশ।

ফারুক হাসান জানান, চার দশকের পোশাক শিল্পকে তুলে ধরতে আগামী ১২ নভেম্বর থেকে মেইড ইন বাংলাদেশ উইক-এর আয়োজন করা হয়েছে। এতে তুলে ধরা হবে এই শিল্পের সক্ষমতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যবসায়ী দলের দিল্লি সফর প্রসঙ্গে তিনি বলেন, আমদানি-রফতানি সহজীকরণে দুই দেশের ব্যবসায়ীরা ঐকমত্যে পৌঁছেছেন। উৎসে কর কমানোর দাবি জানান বিজিএমইএর নেতারা। তারা বলেন, রফতানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এখন সময়ের দাবি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply