ইরান-চীনের ফোনালাপে যে আলোচনা হলো

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই পারস্পারিক সহায়তা বাড়াতে আলোচনা করলো চীন-ইরান। এ লক্ষ্যে ফোনালাপে অংশ নেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোলহিয়ান।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে বেইজিং। এদিন যেকোনো পরিস্থিতিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। একই সাথে দু’দেশের উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যাশাও তাদের। পরস্পরকে কৌশলগত অংশীদার বলে আখ্যা দেন এ দুই নেতা।

আরও পড়ুন: চর্মরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু, হুইল চেয়ারে করে মায়ের মরদেহ শ্মশানে নিয়ে গেলো ছেলে

যুক্তরাষ্ট্রের সাথে বৈরি সম্পর্কের জেরে, বেইজিং-তেহরান নিজেদের মধ্যকার সম্পর্ক জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গেল জুলাইয়ে প্রেসিডেন্ট পর্যায়ে আরেক দফা ফোনালাপ অনুষ্ঠিত হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply