ইসলামাবাদে পৌঁছেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণ

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানে প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা দেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রথম ধাপে প্রায় ২২ লাখ ডলারের সহায়তা সামগ্রী পৌছায় ইসলামাবাদে।

ছবি: সংগৃহীত

ওয়াশিংটনের ঘোষিত তিন কোটি ডলারের মানবিক সহায়তার অংশ হিসেবে পাঠালো এসব সামগ্রী। এর মধ্যে রয়েছে খাবার, সুপেয় পানি, প্রাথমিক চিকিৎসা সেবা সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। বন্যা দুর্গত এলাকায় এ ত্রাণ বিতরণ করবে ইউএসএইড। এছাড়া অতিরিক্ত আরও ২০ লাখ ডলারের ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, টানা বৃষ্টিতে গত মাসে ভয়াবহ বন্যা কবলিত হয় সিন্ধু, খাইবার পাখতুনসহ বেশ কয়েকটি প্রদেশ। প্রলয়ঙ্কারী বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪’শর ওপর। ক্ষতিগ্রস্ত ৩০ লাখের বেশি মানুষ। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানায় পাক সরকার।

আরও পড়ুন: আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মারামারি, গ্রেফতার ৩৯১

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply