ধর্ষকের মৃত্যুদণ্ড দাবি করে প্রধানমন্ত্রীকে স্কুলছাত্রীর চিঠি

|

বগুড়া ব্যুরো:

ধর্ষক কলেজ শিক্ষককে ‘পাক হানাদার বাহিনী’র সাথে তুলনা করে তার বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছে বগুড়ার এক স্কুলছাত্রী। নিজেদের বাসায় ভাড়া থাকা এক কলেজ শিক্ষক দশম শ্রেণির ওই ছাত্রীকে গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত মাসখানেকেরও বেশি সময় ধরে কয়েক দফা ধর্ষণ করে। মে মাসে এই ঘটনায় মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত কলেজ শিক্ষক মুরাদুজ্জামান মুকুল বগুড়া কারাগারে আটক রয়েছেন।

ধুনট থানা পুলিশ জানায়, উপজেলার জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামান মুকুল পরিবারসহ ভাড়া থাকতেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাসায়। গত মার্চ মাসের শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাসখানেক ধরে মুকুল ওই ছাত্রীকে কয়েক দফা ধর্ষণ করে এবং মুঠোফোনে তা ধারণও করে। থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।

অভিযুক্ত প্রভাষক মুকুল কারাগারে থাকলেও সম্প্রতি মামলার আলামত নষ্টের অভিযোগ ওঠে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে। এরপর মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে স্থানান্তর হয়। পরে কৃপা সিন্ধুকে ধুনট থেকে বদলিও করা হয় পাবনা জেলায়।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ঘটনার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে ওই স্কুলছাত্রী। মামলার আলামত নষ্টের প্রসঙ্গ জানার পর ঘটনার বিচার নিয়েও সে হতাশ হয়ে পড়েছে। গত ৩ সেপ্টেম্বর সে ডাকযোগে প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছে। তাতে প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করে ধর্ষকের শাস্তি দাবি করেছে ভুক্তভোগী ছাত্রী।

হাতে লেখা ১০ লাইনের ছোট্ট চিঠিতে তার ওপর চলা নিপীড়নের ভয়াবহ বর্ণনাও দিয়েছে সে। চিঠিতে অভিযুক্তকে ‘পাক হানাদার বাহিনী’র সাথে তুলনা করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডেরও দাবি করে স্কুল ছাত্রী।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply