কক্সবাজারে ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় এক ইউনিয়ন পরিষদ মেম্বার কর্তৃক সংখ্যালঘুর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দিপন বড়ুয়া লিখিত অভিযোগে বলেন, উখিয়ার কুতুপালং এলাকায় তাদের জমির ওপর দোকান তৈরি করে দীর্ঘদিন ভাড়া দিলেও মেম্বার হেলাল এখন সেটিকে নিজের বলে দাবি করছেন, এবং কোনো ভাড়াও দিচ্ছেন না। এমনকি ভাড়া চাইতে গেলে হাত-পা কেটে ফেলা ও জানে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ করছেন দিপন। এ ব্যাপারে প্রভাবশালী এ মেম্বারের বিরুদ্ধে জেলা প্রশাসক ও থানায় অভিযোগ করেও কোনো ফল পাননি।

এদিকে অভিযোগের বিষয়ে মেম্বার হেলালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু জমি সংক্রান্ত বিষয় কাগজপত্র অনুযায়ী সমাধান হবে। তবে হুমকির বিষয়টি অস্বীকার করেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply