খাদ্য সঙ্কট নিয়ে আশার কথা শোনালেন পুতিন

|

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং খাদ্য সঙ্কট নিয়ে আশার কথা শোনালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে ৩ কোটি টন শস্য রফতানি করবে রাশিয়া। শুক্রবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ লক্ষ্যমাত্রার কথা জানান পুতিন।

পুতিন বলেছেন, মে থেকে আগস্ট মাস পর্যন্ত বিশ্ববাজারে ৬৬ লাখ টন শস্য সরবরাহ করেছি আমরা। যার মধ্যে ৬৩ লাখ টনই এশিয়া, আফ্রিকা এবং লাতিন দেশগুলোয়। এ বছর ডিসেম্বরের ভেতর আরও ৩ কোটি টন শস্য রফতানির লক্ষ্য আছে। এবার ফলন খুবই ভালো হয়েছে। বাড়তি চাহিদা থাকলে ৫ কোটি টন সরবরাহের মতো মজুত আছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের তল্লাশি, ৭ কোটি রুপি জব্দ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

সূত্র: ইকোনমিক টাইমস।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply