১৮ লাখ বছরের পুরাতন মানুষের দাঁত আবিষ্কার

|

ছবি: সংগৃহীত

জর্জিয়া থেকে প্রায় ১৮ লাখ বছর আগের আদি প্রজাতির মানুষের একটি দাঁত আবিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। গত সপ্তাহে জর্জিয়ার রাজধানী তিবিলিস থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওরোজমানি গ্রাম থেকে গত সপ্তাহে দাঁতটি আবিষ্কৃত হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এটি আফ্রিকার বাইরে আবিষ্কৃত মানুষের আদি প্রজাতির (হোমিনিড) সবচেয়ে পুরোনো চিহ্ন।

জর্জিয়ান জাতীয় জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ জিওর্জি কোপালিয়ানি বলেন, আমাদের নেতৃত্বে খনন কাজ শুরু হয়। তারপর আমরা আমাদের জীবাশ্মবিদদের সাথে যোগাযোগ করি। সেখান থেকে নিশ্চিত করা হয় যে এটি হোমিনিডের দাঁত ছিল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply