ইউএস ওপেন: নারী এককের শিরোপা জিতলেন সিওনতেক

|

ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন ইগা সিওনতেক। ফাইনালে তিউনিশিয়ার ওন্স ইয়াবিয়েরকে সরাসরি সেটে হারিয়ে মৌসুমের দ্বিতীয় গ্রান্ডস্ল্যাম জিতলেন এই পোলিশ তারকা।

নিউ ইয়র্কের ফাইনালে পঞ্চম বাঁছাই ওন্স ইয়াবিয়েরের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামেন শীর্ষ তারকা ইগা সিওনতেক। ম্যাচের প্রথম সেটেই নিজের আধিপত্য দেখান ২১ বছর বয়সী ইগা। আফ্রিকার সেরা নারী খেলোয়াড় ইয়াবিয়েরের বিপক্ষে তুলে নেন দাপুটে ৬-২ গেমের জয়।

তবে দ্বিতীয় সেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন ইয়াবিয়ের। সেটের ফলাফল নিষ্পত্তি হয় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকার জিতে, ৭-৬ গেমের জয়ে ইউএস ওপেনের ট্রফি নিজের করে নেন ইগা সিওনতেক। নারী এককে একই বছর ফ্রেঞ্চ ও ইউএস ওপেন জয়ের কীর্তি গড়লেন সিওনতেক। ভাগ বসালেন সেরেনা উইলিয়ামসের কীর্তিতে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply