৭ হাজার ৬শ’ কোটি টাকা খরচের অনুমতি পেলো বার্সা

|

ছবি: সংগৃহীত

২০২২-২৩ মৌসুমের জন্য বার্সেলোনার ব্যয়ের সক্ষমতাকে ৮০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৭ হাজার ৬০০ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। এর ফলে আয়-ব্যয় হিসাবের ঘাটতি থেকে রেহাই পেলো এই কাতালান ক্লাবটি।

তবে লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস জানান, নতুন এই সিদ্ধান্তের পরও বার্সেলোনাকে কমাতে হবে বেতন-ভাতা, যাতে করে পরের মৌসুমেও তারা এই ব্যয়ের সক্ষমতা ধরে রাখতে পারে। রয়টার্সের সাথে আলাপচারিতায় তেবাস বলেন, ক্লাবের কিছু সম্পত্তি বিক্রি করা ছাড়া আগামী মৌসুমে বার্সেলোনার ব্যয়সীমা খুব বেশি বাড়ানো যাবে না। খেলোয়াড় বা সম্পত্তি বিক্রির মাধ্যমে ২০০ মিলিয়ন ইউরো ব্যয় হ্রাস করতে হবে বার্সাকে।

ছবি: সংগৃহীত

এর আগে দলবদলের বাজারে অর্থ ব্যয়ের সক্ষমতা ও আয় বাড়াতে ক্লাবের একটি অংশ বিক্রি করে দেয় বার্সা। ক্লাবের স্টুডিও থেকে শুরু করে টিভি স্বত্ব বিক্রির মাধ্যমে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে তারা।

আরও পড়ুন: লা লিগায় বড় জয় পেয়েছে বার্সা ও অ্যাতলেটিকো

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply