১০৮ টাকায় রেমিটেন্সের ডলার কিনবে ব্যাংক

|

রেমিটেন্সের বিপরীতে প্রতি ডলারের বিনিময় সর্বোচ্চ ১০৮ টাকা দেবে ব্যাংক। আর রফতানি বিল নগদায়ন হবে ৯৯ টাকায়।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে এই রেট।

সব ব্যাংক একক রেট অনুসরণ করবে বলে জানিয়েছে বাফেদা ও এবিবি। ১০৪.৫ টাকায় আমদানি বিল নিষ্পত্তি হবে । বাজারের ওপর ভিত্তি করে সময়ে সময়ে এই দর পরিবর্তন করা হবে। ৫ দিন পরই বিনিময় মূল্য পুননির্ধারণ করা হবে বলে জানান ব্যাংকারা।

ডলার বাজারে স্থিতিশীলতা ফেরাতেই এই উদ্যোগ। এজন্য গত বৃহস্পতিবার বৈঠক করে বাংলাদেশ ব্যাংক, এবিবি ও বাফেদা। তখন সিদ্ধান্ত হয়, বাজার পর্যালোচনা করে ডলারের দাম ঠিক করবে সংগঠন দুইটি। এরই প্রেক্ষিতে আজ বৈঠকে বসে এবিবি ও বাফেদা।

এর আগেও ডলারের দাম নির্ধারণ করা হলে ব্যাংকগুলো তা কার্যকর করেনি। আমদানি বিল নগদায়ন এবং রেমিটেন্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেট দিয়েছে। সব ব্যাংকের মতামত নিয়েই এবারের রেট ঠিক করা হয়েছে, তাই এটি সবাই বাস্তবায়ন করবে বলে জানায় এবিবি ও বাফেদা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply