রিজওয়ান-ইফতিখারের ব্যাটে লড়ছে পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

প্রমোদ মাদুশানের পরপর ২ বলে বাবর আজম ও ফখর জামানের বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদের ব্যাটে লড়াই করছে পাকিস্তান। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন জুটিতে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে বাবর আজমের দল। প্রতিবেদনটি লেখার সময় পাকিস্তানের রান ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৮ রান। জয়ের জন্য পাকিস্তানের এখন দরকার ৪৮ বলে ৮৩ রান।

বাবর আজম ব্যাট হাতে অনেকটাই অচেনা ব্যাডপ্যাচ পার করছেন। পুরো এশিয়া কাপেই ব্যর্থ পাকিস্তানের এই অধিনায়ক ফাইনালের বড় মঞ্চে খুঁজে পাননি রান। প্রমোদ মাদুশানের বলে শর্ট ফাইন লেগে মাদুশানকার তালুবন্দি হন তিনি মাত্র ৫ রান করে। পরের বলেই তিনে নামা ফখর জামানও মাদুশানের বলে বোল্ড হয়ে ফেরেন। এই দুই উইকেট হারিয়ে সাময়িক চাপে রয়েছে পাকিস্তান।

ক্রিজে এখন ইনফর্ম মোহাম্মদ রিজওয়ানের সাথে আছেন ইফতিখার আহমেদ। সিঙ্গেলস, ডাবলসের সাথে বাউন্ডারিও আসছে তাদের উইলো থেকে। রিজওয়ান ৪১ এবং ইফতিখার ব্যাট করছেন ৩২ রান নিয়ে।

এর আগে, ভানুকা রাজাপাকসের ৪৫ বলে ৭১ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে শুরুর বিপর্যয় কাটিয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply