কুষ্টিয়ায় মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় ৪ জন নিহত

|

কুষ্টিয়ায় মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। পুলিশ জানিয়েছে, দুটি দুর্ঘটনায় ট্রাকের সঙ্গে ট্রাক ও ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোররাতে অন্ধকারে চালকরা দেখতে না পেয়ে অন্য যানবাহনে ধাক্কা দেয়। সেসময় তারা তন্দ্রাচ্ছন্ন ছিল বলেও ধারণা করছে পুলিশ।

কুষ্টিয়ার দৌলতপুর থেকে স্থানীয়ভাবে তৈরি যানবাহন ভটভটিতে করে ব্যাপারি ও কৃষকরা পেঁয়াজের বীজ, পেঁয়াজ ও কাঁচামাল কিনতে রাজবাড়ীর হাটে যাচ্ছিলেন। এসময় ভটভটিতে ১০ জন ছিলেন। ভোর পৌনে ৪টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিয়ে খাদে
ফেলে দেয়। এতে ঘটনাস্থলে ভটভটির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ভোর সোয়া ৪টায় কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের মহিষাডাঙ্গায় সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। সেখানে ঘটনাস্থলে ১ জন নিহত এ ৪ জন আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ মরদেহ ৪টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply