রাজবাড়ীতে অস্ত্রসহ হত‍্যা মামলার দুই আসামি গ্রেফতার

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপ‌জেলার খানখানাপু‌রের রকি হত্যা মামলার দুই আসামিকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার চরখানখানাপুর এলাকার নাজিমদ্দিন শেখের ছেলে মো. রাকিব শেখ (৩৪) ও কুষ্টিয়ার দহকুলা গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে মো. ইয়ামিন আলী (২২)।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ‍্য জানায় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জাম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, রোববার নিহত রকির বাবা ১৬ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা হত‍্যা দায়ের করেন। ওই রাতেই মামলার এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। সেই সাথে হত‍্যার কাজে ব‍্যবহৃত দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলির খোসা ও একটি মুখোশ জব্দ করা হয়েছে। আধিপত‍্য বিস্তারকে কেন্দ্র করে এই হত‍্যা কাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার (১১ সে‌প্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি দোকানের বেঞ্চে বসে ছিলেন ব‍্যবসায়ী আরিফুল ইসলাম রকি (২৫)। এ সময় মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। সেই গুলি তার মাথায় লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রকির। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply