গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও ৪ জন। আর তাতে সেপ্টেম্বরের প্রথম ১১ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৫ জন। যাদের মধ্যে ২২৮ জন রাজধানীতে এবং চট্টগ্রামে ২৩ ও কক্সবাজারে ১৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসেব অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১১ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১৪ জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৫ জন। সবমিলিয়ে ডেঙ্গুতে প্রাণ গেলো ৩৭ জনের। বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ১ হাজার ১১২ রোগী।
আক্রান্তদের ঠিকানা ধরে আশপাশের এলাকায় এডিস মশার লার্ভা নিধনে চলছে দুই সিটি করপোরেশনের বিশেষ অভিযান।
এদিকে, আক্রান্তদের ঠিকানা ধরে ওইসব এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। রাজধানীর পর চট্টগ্রাম ও কক্সবাজার এখন ডেঙ্গুর হটস্পট।
সোমবার (১২ সেপ্টেম্বর) এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের একটি বানিজ্যিক ভবন থেকে ১ জনকে আটক এবং ২ লাখ টাকা জরিমানা করে ডিএনসিসির ভ্রাম্যমান আদালত।
/এমএন
Leave a reply