জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইন্দোনেশিয়া

|

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার (১২ সেপ্টেম্বর) রাজপথে নামে হাজার হাজার মানুষ।

প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘেরাও ছিল বিক্ষুব্ধ জনতার মূল উদ্দেশ্য। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পর্শকাতর এলাকাগুলোতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। বিক্ষোভকারীদের অভিযোগ, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। এর ফলে ভোগান্তিতে রয়েছেন নিম্ন এবং মধ্যবিত্তরা। অবিলম্বে দাম কমানোর জোরালো দাবি তোলেন ক্ষুব্ধ ইন্দোনেশীয়রা।

গত মাসে গ্যাসোলিন এবং ডিজেলের দাম এক লাফে ৩০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেয় জোকো উইদোদো প্রশাসন। বাজেটের ঘাটতি কমাতে জ্বালানির ওপর দেয়া ভর্তুকি বন্ধ করা হয়। দেশটির প্রেসিডেন্টের দাবি, ডলারের বিপরীতে দুর্বল হয়েছে নিজস্ব মুদ্রা, রুপি। অন্যদিকে, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে লাগামহীন জ্বালানি তেলের বাজার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply