চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, কারো কাছে হাত পেতে থাকলে চলবে না। আমাদের মাটি উর্বর। নিজের ফসল নিজেদেরই আরও বেশি করে ফলন করতে হবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সকল হাসপাতালের অব্যবহৃত যন্ত্রাংশ ব্যবহার উপযোগী করার নির্দেশও দেন তিনি।

এদিন একনেক সভায় মেয়াদ বাড়াতে চতুর্থবারের মতো তোলা হয়েছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল প্রকল্প। আরেক দফায় বেড়েছে এই প্রকল্পেরর মেয়াদ। এই সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ ছিল আড়াই বছর। তবে, সাত বছরেও শেষ করা যায়নি কাজ।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, গেল ছয় বছরে এই প্রকল্পের অগ্রগতি হয়েছে ৬১ দশমিক ৫ ভাগ। অর্থ ব্যয় করা গেছে বরাদ্দের ২৯ ভাগ। খরচ না বাড়লেও এই পর্যন্ত তিনবার সাড়ে তিন বছর সময় বাড়ানো হয়েছে।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, মোট ৮ হাজার ৭৩৯ কোটি টাকার ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এদিন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply