যে পরিমাণ খাদ্য মজুত আছে, তাতে হাহাকারের সুযোগ নেই: খাদ্যমন্ত্রী

|

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি।

দেশে এখনও যে পরিমাণ খাদ্য মজুত আছে, তাতে হাহাকারের সুযোগ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, দুর্যোগ ও বন্যার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি। আরও জানিয়েছেন, প্রকৃতি অস্থির, ব্যবসায়ীরাও অস্থির। বর্তমানে চালের কোনো ঘাটতি নেই।

আউশ ধানের উৎপাদন ভালো হয়েছে, এখন চালের দাম বাড়া অনুচিত বলেও এ সময় মন্তব্য করেন সাধন চন্দ্র মজুমদার। বলেন, বাজারে যারা মিনিকেট নামে চাল বাজার জাতকরণ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি করা হচ্ছে। প্যাকেটের গায়ে ধানের জাতের নাম লিখতে হবে। একইসঙ্গে চাল বেশি পলিশ করা যাবে না বলেও জানান খাদ্যমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply