আইপিএলের জন্য জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন বাউচার?

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্ক বাউচার। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর এক বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানান এই প্রোটিয়া। গুঞ্জন আছে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে যাওয়ার জন্য জাতীয় ন্দলের কোচের পদ ছাড়ছেন বাউচার।

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার হেড কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক বাউচার। তার অধীনে ১১টি টেস্টে জয় পায় প্রোটিয়ারা। বাউচারের অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তার দল। তবে বাউচারের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিইও ফোলেটসি মোসেকি।

এর মধ্যে গুঞ্জন উঠেছে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই কেপ টাউনের হেড কোচের দায়িত্ব নিতে পারেন বাউচার। সেই সাথে, ক্রিকবাজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির কোচ হবার অফার রয়েছে তার কাছে।

আরও পড়ুন: বাংলাদেশের হয়ে খেলতে চান হামজা চৌধুরী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply