ঝালকাঠিতে থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

|

ঝালকাঠি সদর থানায় পুলিশি হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, মাদকাসক্ত ওই যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আনুমানিক ২৫ বছরের ওই যুবকের নাম রাজেস রায়। তার বাবার নাম অমল রায়।

পুলিশ জানায়, শহরের ব্রাক মোড় এলাকার বাসিন্দা অমল রায়ের মাদাকাসক্ত ছেলে রাজেস বাসায় বসে বিকেলে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে উদ্যত হয়। এ সময় প্রতিবেশিরা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবককে থানায় নিয়ে আসে। থানা হেফাজতের হেল্পডেক্সে ওই যুবককে রাখা হয়। আর তার বাবা অমল যান ছেলের জন্য রুটি কলা কিনতে। এ সময় রাজেস নিজের পরনে থাকা লুঙ্গি গলায় পেচিয়ে থানার হেল্প ডেক্সের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: সখীপুরে বেত বাগানে চিতাবাঘ দেখার ঘটনা মিথ‍্যা: কিশোরের স্বীকারোক্তি

এদিকে নিহত যুবকের বাবা অমল রায় জানান, তার ছেলে মাদকাসক্ত ছিল। দীর্ঘদিন তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেয়া হয়। থানা হেফাজতে ছেলের আত্মহত্যার ব্যাপারে কোনো অভিযোগ নেই।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply