প্রশিক্ষণসহ দুদককে কারিগরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

|

দুর্নীতি দমনে প্রশিক্ষণসহ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কারিগরি সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। দুদক চেয়্যারমান মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের এ কথা জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুর্নীতির লাগাম টানতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন পিটার হাসসহ তিন সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে দুদক সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, ইন্টারন্যাশনাল অ্যান্টিকরাপশন কাউন্সিলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আমন্ত্রণ জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল অ্যান্টিকরাপশন কাউন্সিল।

দুদক সচিব আরও জানান, দুদকের কাজ নিয়ে পিটার হাসের সাথে কথা হয়েছে। দুদক ফরেনসিক ল্যাব করেছে, সেখানে যুক্তরাষ্ট্র টেকনিক্যাল সহায়তা করবে। দুদকের কাজে আইনি সহায়তা দেবে আমেরিকা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply