ভিসা জটিলতা দ্রুত সময়ে সমাধানের দাবি জার্মানিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের

|

শিক্ষার্থীদের ভিসা জটিলতা দ্রুততম সময়ে নিরসনের জন‍্য প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে অধ‍্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, জার্মান দূতাবাসের দীর্ঘসূত্রতার কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি তাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। কারণ জার্মানির ভিসা পেতে গড়ে ১৭ থেকে ১৮ মাস লাগে যাচ্ছে। এতে করে শিক্ষাবর্ষের বেশিরভাগ সময়ই দেশে বসে অপচয় হচ্ছে।

দীর্ঘ অনুপস্থিতির কারণে কারও কারও ছাত্রত্ব বাতিলও করে দিচ্ছে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলো। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন শিক্ষার্থীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply