২০১৪ সাল থেকে বহির্বিশ্বের রাজনৈতিক সমর্থন পেতে ৩০ কোটি ডলার খরচ করেছে রাশিয়া। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, ২৪টি দেশের রাজনীতিকদের প্রভাবিত করতে এ অর্থ ব্যয় করেছে পুতিন প্রশাসন। এছাড়া, বিপুল অর্থ বিনিয়োগ এবং বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপের গোপন তথ্যও রয়েছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। মস্কোর এ কর্মকাণ্ডকে সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের এ অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।
এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তোলে রাশিয়া। অভিযোগ করে- ১৯৪৬ থেকে ২০০০ সাল পর্যন্ত অন্তত ৮০ দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র।
ইউএইচ/
Leave a reply