তাইওয়ান ইস্যুতে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনে উৎপাদিত কম্পিউটার চিপ এবং টেলিকম প্রযুক্তির ওপর কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার জন্য ইইউ’র সাথে ওয়াশিংটন-তাইপে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে ব্যবসা-বিনিয়োগ কমাতে জানানো হয়েছে আহ্বান।
মার্কিন প্রশাসনের দাবি- তাইওয়ানে চীনা আগ্রাসন রুখতেই এ পদক্ষেপ। সম্প্রতি মার্কিন পার্লামেন্ট স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় অঞ্চলটিতে। কয়েক সপ্তাহের জোরালো সামরিক মহড়া চালায় চীন।
ইউএইচ/
Leave a reply