স্টাফ করেসপনডেন্ট, রংপুর:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে দলটির সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তের পক্ষে একতাবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় রংপুর মহানগরীর পায়রা চত্বরস্থ জাতীয় পার্টির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন দলটির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।
ব্রিফিংয়ে প্রেসিডিয়াম সদস্য মোস্তফা বলেন, চেয়ারম্যান জিএম কাদের শৃঙ্খলা ভঙ্গের কারণে মসিউর রহমান রাঙ্গা এমপিকে দলের সকল পদ থেকে অব্যাহতি দিয়েছেন। তার এই সিদ্ধান্তের সাথে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। পার্টির শৃঙ্খলা যদি আমিও ভঙ্গ করি তাহলেও একই অবস্থান হওয়া উচিৎ সবার।
জিএম কাদেরকে রংপুরে প্রবেশ করতে দেয়া হবে না, মসিউর রহমান রাঙ্গা এমপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেসিডিয়াম সদস্য মোস্তফা বলেন, আমরা জাতীয় পার্টি করি। জিএম কাদের দলের চেয়ারম্যান। তিনি রংপুরে আসবেন এবং তার কার্যক্রম পরিচালনা করবেন। কেউ এতে বাঁধা দেয়ার চেষ্টা করলে তার সমুচিত জবাব আমরা দেবো। সেজন্য জেলা ও মহানগরের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে।
প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, রাঙ্গা ভাই যে কথা বলেছেন তাতে আমরা খুব মর্মাহত হয়েছি। সঙ্গত কারণে দল থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের পক্ষে একতাবদ্ধ আছি। এটাই দলীয় শৃঙ্খলা। আশা করি রাঙ্গা ভাই তার ভুল শুধরে নিবেন।
সন্ধ্যায় সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দল থেকে অব্যাহতিপত্র দেওয়ার পরপরই রংপুর মহানগর জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পার্টি অফিসে এসে জরুরি বৈঠকে বসেন। রাত ১০টায় তারা পার্টি অফিস ত্যাগ করেন।
প্রসঙ্গত, গত দুইদিনে বিভিন্ন মিডিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার জন্য ২৪ এমপির স্পিকারের কাছে চিঠি দেয়াসহ বেশ কিছু দলীয় বিষয়ে কথা বলেন রাঙ্গা। এর প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় তাকে দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়।
জেডআই/
Leave a reply