সম্প্রতি রুশ সেনাদের হটিয়ে উত্তর-পূর্ব ইউক্রেনের ইজিয়াম শহরকে মুক্ত করেছে ইউক্রেনীয় সেনারা। বুধবার (১৪ সেপ্টেম্বর) আকস্মিক এক সফরে ইজিয়ামে যান দেশটি প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। ইজিয়াম লজিস্টিক হাব হিসেবে দুই পক্ষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত। খবর সিএনএনের।
জানা গেছে, ইজিয়ামে রুশ সেনাদের বিরুদ্ধে আক্রমণে অংশ নেয়া ইউক্রেনীয় সেনাদের ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তার উপস্থিতিতেই সেখানে আয়োজিত হয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। এ সময় তিনি ইউক্রেনের পতাকা দেশের প্রতিটি শহর ও গ্রামে ফের উত্তোলন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
জেলেনস্কি বলেন, পাল্টা আক্রমণ চালিয়ে খারকিভে রুশ সেনাদের দখলকৃত প্রায় ৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে ইউক্রেনীয় সেনারা।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ইজিয়াম ত্যাগ করে রুশ সেনারা। সে সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আবারও সংগঠিত করতে ইজিয়াম থেকে রুশ সেনাদের পিছু হটার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দোনেৎস্কে আক্রমণ জোরদার করতে বালাক্লেয়া থেকে একই দিন সেনা প্রত্যাহারের বিষয়টিও নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। এ পর্যন্ত ইউক্রেনের এক পঞ্চমাংশ ভূখণ্ড দখলে নিয়েছে রুশ সেনারা। তবে পশ্চিমা অস্ত্র সহায়তায় রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয়রাও। ইউক্রেন জানিয়েছে, ডনবাসসহ রুশ দখলকৃত এলাকাগুলোকে মুক্ত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য।
/এসএইচ
Leave a reply