আজ ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী; ১৯ সেপ্টেম্বর লন্ডন থেকে যাবেন নিউইয়র্কে

|

শেখ হাসিনা। ফাইল ছবি।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাজ্যের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে যেখানে অবস্থান করবেন, বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যাবেন। ১৬ ও ১৭ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিবসহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজা কর্তৃক রাষ্ট্র ও সরকার প্রধানদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেদিনই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছাড়বেন শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply