২ ফিলিস্তিনির গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর মেজর নিহত

|

দখলকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের বিরুদ্ধে এক ইহুদি সেনাবাহিনীর এক কর্মকর্তাকে হত্যার অভিযোগ করা হয়েছে। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইসরায়েলের তল্লাশি চৌকির কাছে গুলি ছোড়ে দুই ফিলিস্তিনি। এতে প্রাণ যায় এক মেজরের। তেল আবিবের দাবি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলো দুই ফিলিস্তিনি। তখন ইসরায়েলি বাহিনী গুলি চালালে নিহত হন তারা।

নিহত আহমেদ আবেদ ও আল রহমান নামের দুই তরুণের বয়স ২৩ ও ২২ বছর। তেল আবিবের দাবি, নিহত আবেদ প্যালেস্টাইন অথরিটি সিকিউরিটি সার্ভিসের সদস্য।

ইসরায়েলি মেজরের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে ‘বীর শহীদ’ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ ঘটনার জেরে ইসরায়েলের ধরপাকড়-বর্বরতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply