জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২

|

ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ গেল ২ বিচ্ছিন্নতাবাদীর। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানায় অঞ্চলটির পুলিশ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, বুধবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নওগ্রাম এলাকায় শুরু হয় সাঁড়াশি অভিযান। এ সময় পুলিশের সাথে দফায় দফায় সংঘাতে জড়ায় চরমপন্থীরা। রাত সোয়া ৯টা নাগাদ তাদের মৃত্যুর কথা নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ। বিচ্ছিন্নতাবাদীদের আইয়াজ রসুল নজর এবং শহিদ আহমেদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা দু’জনই ‘আনসার ঘাজওয়াত উল হিন্দ’ জঙ্গি সংগঠনের সদস্য।

পুলিশের দাবি, সম্প্রতি উপত্যকায় প্রাণ হারানো বাঙালি শ্রমিক মুনির উল ইসলামের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত ছিল। অভিযানের পর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয় চরমপন্থীদের গোপন ঘাঁটিটি।
আরও পড়ুন: ২ ফিলিস্তিনির গুলিতে ইসরায়েলের মেজর নিহত
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply